Wednesday , July 30 2025

Easy Borhani Recipes | বোরহানী

5টি উপাদানে সহজে বোরহানী তৈরীর ঘোরয়া রেসিপি

আজকে আপনাদের সামনে যে রিসিপিটি উপস্থাপন করবো সেটির স্বাদ অনেক চমৎকার কিন্তু অনেকের কাছে এটি একটি কঠিন ও সময় স্বাপেক্ষ ব্যাপার ৤  তাই আমি আপনাদের সামনে সহজে বোরহানী তৈরীর ঘোরয়া পদ্ধতিটি  উপস্থান করবো, যা অতি সহজে আপনারা যখন তখন বাসায় একটি রিচফুড গ্রহণের সাথে পান করতে পারবেন এবং বোরহানীর স্বাদ উপভোগ করতে পারবেন ৤ তাহলে দেখেনিন এক নজর বোরহানী বানানোর ভিডিও ৤

 

 

প্রনালী ঃ এক গ্লাসের জন্য-

ক) মিষ্টি দই/ টক দই , গ্লাসের অর্ধেক দই অর্ধেক পানি ৤

খ) সাদা গোল মরিচ গুড়া, চা চামচের 1/4 ৤

গ) জিরা গুড়া, চা চামচের 1/4 ৤

ঘ) বিট লবন, স্বাদ মতো ৤

ঙ) শুকনা মরিচ গুড়া, ভাজা স্বাদ মতো৤

চ) চিনি, স্বাদ মত ৤

সবগুলো উপকরণ একসাথে একটি গ্লাসে নিয়ে ভালো করে ফেটে নিলে হয়ে গেল আপনাদের টেস্টি, মজাদার ঘোরয়া বোরহানী ৤

ভালো লাগলে অবশ্যেই  Subscribe করবেন ৤

[powr-faq id=57a7d446_1508081712846]
(Visited 138 times, 1 visits today)